আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে ইরাকের আনবার প্রদেশের প্রত্যন্ত শহর রুতবা ইসলামিক দখলমুক্ত হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ঘোষণা দিয়েছেন। আবাদি বলেন, ইরাকের সন্ত্রাস-বিরোধী সেনাদল শহরটিকে আইএসের হাত থেকে দখলমুক্ত করে ইরাকি পতাকা উড়িয়ে দিয়েছে। দখলমুক্তকরণ অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে ইরাকি সেনাদলকে সহায়তা করে। আনাদোলু বার্তা সংস্থার খবরে জানানো হয়, এ সময় স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও সেনাবাহিনীকে সমর্থন জনায়।
জোট বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, সম্মিলিত বাহিনীর আক্রমণের মুখে ঘাঁটি গেড়ে থাকা প্রায় ২০০ জঙ্গি তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাদের আসতে দেখে আইএস জঙ্গিরা পালিয়ে যায়।
উল্লেখ্য, রাজধানী বাগদাদ থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটি সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশে ইরাকি সরকারি বাহিনীর পাওয়া সর্বশেষ সাফল্য। এর আগে ফেব্রুয়ারিতে আনবার প্রদেশের রাজধানী রামাদি আইএসের সম্পূর্ণ দখলমুক্ত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়।