আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটকের কোপ্পারায় বিয়ের দুই বছরের মধ্যে অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন এক স্বামী। তার উপরে আবার স্ত্রীকে নির্যাতন করছে। এমনিক যৌতুকের জন্যে স্ত্রীকে মারধরও করেন ওই পুরুষ। আর টাকা না আনতে পারলে বন্ধুদের সঙ্গে স্ত্রীকে রাত কাটানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ভারতের কর্ণাটকের কোপ্পারার এক যুবকের বিরুদ্ধে।
দুই বছর আগে বিয়ে হয় বিজয় মহান্তেশ নামে ওই যুবকের। বিয়েতে দাবিমতো যৌতুকও মেলে। কিন্তু, তারপর থেকেই আরও যৌতুকের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সে। মদ খেয়ে এসে স্ত্রীকে মারধরও করত তার স্বামী।
শুধু তাই নয়, তাঁকে বন্ধুদের সঙ্গে রাত কাটানোর জন্য জোর করা হত বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা। তবে শুধু যৌতুক নয়। ওই স্বামী অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলেও অভিযোগ করেছেন তার স্ত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।