আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের ১টি সামরিক কার্গো বিমান আফগানিস্তানে বিধ্বস্ত হয়ে এর ৭ ক্রুর মৃত্যু হয়েছে বলে দেশ ২জন কর্মকর্তারা জানিয়েছেন। অবশ্য এ ঘটনায় বিমানের ২’জন টেকনিশিয়ান প্রাণে বেঁচে গেছেন। নিহত ক্রুরা আজারবাইজান, ইউক্রেন এবং উজবেকিস্তানের নাগরিক। বেঁচে যাওয়া টেকনিশিয়ান ২’জন ইউক্রেনের নাগরিক বলে খবরে বলা হয়েছে।
আফগানিস্তানের গোলযোগপূর্ণ হেলমান্দ প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। হেলমান্দের গর্ভনর দফতর থেকে বলা হয়েছে, ন্যাটোর ১টি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক বিমান বন্দরে নামার সময় কারিগরি ত্রুটির কারণে কার্গো বিমানে আগুন ধরে যায়। ঘাঁটিটি আগে ক্যাম্প দিওয়ার নামে পরিচিত ছিল। বিমানটি আজারবাইজানের সিল্ক ওয়ে এয়ারলাইন্সের এবং ১টি ন্যাটো নেতৃত্বাধীন সামরিক জোটের জন্য রসদপত্র বহন করছিল।