News71.com
 International
 20 May 16, 01:47 PM
 631           
 0
 20 May 16, 01:47 PM

উগান্ডায় জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ...

উগান্ডায় জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ...

আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডায় ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বারে, রেস্টুরেন্টে কিংবা হোটেলে ধূমপান করলে এখন থেকে দেশটিতে ৬০ মার্কিন ডলার জরিমানা গুণতে হবে কিংবা সর্বোচ্চ ২ মাসের কারাভোগ করতে হবে ।ধূমপায়ীদের হাসপাতাল, স্কুল এবং ট্যাক্সি স্ট্যান্ডের মতো জনসমাগম স্থল থেকে অন্ততপক্ষে ৫০ মিটার দূরে ধূমপান করতে হবে ।

নতুন আইনে ইলেকট্রনিক সিগারেটসহ ওয়াটার পাইপ ও সিসায় ব্যবহৃত ফ্লেভারড তামাক বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।রাজধানী কাম্পালার বিভিন্ন ক্লাবে ওয়াটার পাইপ ও সিসা বেশ জনপ্রিয়।ধূমপানের বিরুদ্ধে জারি করা আইনে দেশটির সরকার খুচরা সিগারেট বিক্রি, ধূমপান সংক্রান্ত বিজ্ঞাপন এবং ২১ বছরের নিচে কারো কাছে বিক্রি না করার বিষয়েও কঠোর ব্যবস্থা রাখা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন