আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডায় ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বারে, রেস্টুরেন্টে কিংবা হোটেলে ধূমপান করলে এখন থেকে দেশটিতে ৬০ মার্কিন ডলার জরিমানা গুণতে হবে কিংবা সর্বোচ্চ ২ মাসের কারাভোগ করতে হবে ।ধূমপায়ীদের হাসপাতাল, স্কুল এবং ট্যাক্সি স্ট্যান্ডের মতো জনসমাগম স্থল থেকে অন্ততপক্ষে ৫০ মিটার দূরে ধূমপান করতে হবে ।
নতুন আইনে ইলেকট্রনিক সিগারেটসহ ওয়াটার পাইপ ও সিসায় ব্যবহৃত ফ্লেভারড তামাক বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।রাজধানী কাম্পালার বিভিন্ন ক্লাবে ওয়াটার পাইপ ও সিসা বেশ জনপ্রিয়।ধূমপানের বিরুদ্ধে জারি করা আইনে দেশটির সরকার খুচরা সিগারেট বিক্রি, ধূমপান সংক্রান্ত বিজ্ঞাপন এবং ২১ বছরের নিচে কারো কাছে বিক্রি না করার বিষয়েও কঠোর ব্যবস্থা রাখা হয়েছে ।