News71.com
 International
 20 May 16, 12:10 PM
 600           
 0
 20 May 16, 12:10 PM

নাইজেরিয়ায় অপহৃতের মধ্য থেকে আরও ৯৭ জন নারী উদ্ধার।।

নাইজেরিয়ায় অপহৃতের মধ্য থেকে আরও ৯৭ জন নারী উদ্ধার।।

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তরের প্রদেশ বর্ণোতে বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির সেনাবাহিনী আরো ৯৭ জন নারী ও কিশোরীকে উদ্ধার করেছে। ২০১৪ সালে চিবোকের স্কুল থেকে যে ২০০ জনের বেশি স্কুলছাত্রী অপহৃত হয়েছিলেন, তাদের একজনও রয়েছেন এই উদ্ধার হওয়াদের দলে। সেনা মুখপাত্র কর্নেল উসমান সানি কুকাসেকা জানান, ঐ ছাত্রীর নাম সেরাহ লুকা।

এর আগে গত বুধবার অপহৃত ঐ ছাত্রীদের প্রথমজনকে খুঁজে পাওয়া যায়। ১৯ বছরের আমিনা আলী এনকেক নামের ওই মেয়েটির সঙ্গে একটি শিশুও উদ্ধার হয়েছিল। এর দুইদিন পর পাওয়া গেল দ্বিতীয় জনকে। গতকাল বৃহস্পতিবার আমিনা তার শিশু সন্তানসহ সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রপতির সঙ্গে। নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি ঐ ছাত্রীর লেখাপড়া শেষ করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন