News71.com
 International
 20 May 16, 01:07 AM
 591           
 0
 20 May 16, 01:07 AM

ইরাকের রাজধানি বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০, আহত শতাধিক...

ইরাকের রাজধানি বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭০, আহত শতাধিক...

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে পৃথক ৩টি বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । এতে আহত হন ১০০ অধিক মানুষ। দেশটির শিয়া অধ্যূষিত এলাকা আল-শাহাব, সাদর ও বাগদাদের দক্ষিণে গত মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার প্রথম ঘটনাটি ঘটে। পরে গত বুধবার আরও দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে । এরমধ্যে প্রথম আত্মঘাতী হামলাতে নিহত হন ৩৮জন ও আহত ৭০ জন। সাদর শহরের কাছাকাছি অপর একটি গাড়ি বোমা হামলায় প্রাণহানি ঘটে ১৯ জনের।

বাগদাদে এসব আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস ও আইসিস। এক বিবৃতিতে বাগদাদ হামলার কমান্ড ও মুখপাত্র এ কথা জানান। বাগদাদের দক্ষিণে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ছয়জন মারা যান ও আহত হয়েছেন ২১ জন।

জানা গেছে, বোমা বহনকারী ছিলেন একজন নারী। উল্লেখ্য যে, গত সাতদিনে আইসিস’র পৃথক কয়েকটি বোমা হামলায় মারা গেছে ১০০ জনের অধিক। আইএস ও আইসিস’র যৌথ হামলায় এভাবেই ইরাকে প্রাণ হারাচ্ছে সাধারণ জনগন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন