আন্তর্জাতিক ডেস্কঃ গৃহস্থালীর কাজের জন্য শর্তসাপেক্ষে বিনা খরচে পুরুষকর্মী নেয়া শুরু করেছে বৃহৎ শ্রমবাজার সৌদি আরব। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে কিশোরগঞ্জের মহসিন হোসেন মিয়াকে গতকাল দেশটিতে পাঠানো হয়েছে। এছাড়া ২শ’র বেশি কর্মী নেয়ার কথা বলেছে দেশটির প্রাইভেট এজেন্সিগুলো ।
সূত্রে জানা গেছে সৌদি আরবে এতদিন গৃহস্থালীর নারীকর্মী পাঠানো হতো। গতকাল থেকে বিনা খরচে পুরুষ কর্মী পাঠানো শুরু হয়েছে। এখন থেকে সৌদি আরবে গৃহস্থালীর কাজে ২ জন নারীকর্মীর পাশাপাশি ১ জন পুরুষ নিকটাত্মীয় (বাবা, স্বামী, ছেলে ও আপন ভাই) ও ১ জন পুরুষ অনাত্মীয় (রক্ষের সম্পর্ক নেই এমন) যেতে পারবে।
এই নিয়মের আওতায় মহসিন হোসেন মিয়াকে সৌদি আরবে পাঠিয়েছে পেন্টাগন ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ।