News71.com
 International
 19 May 16, 07:49 PM
 558           
 0
 19 May 16, 07:49 PM

তুরস্কের নতুন প্রধানমন্ত্রী হলেন বিন আলি ইয়ালদিরিম

তুরস্কের নতুন প্রধানমন্ত্রী হলেন বিন আলি ইয়ালদিরিম

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের নতুন প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন একে পার্টির দীর্ঘ সময়ের পরিবহন মন্ত্রী বিন আলি ইয়ালদিরিম। আজ দলটির মুখপাত্র ওমার সেলিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ।

দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত ও নির্বাহী বোর্ডের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট এর দোগানের সঙ্গে মতভেদের জের ধরে রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দাভাতগলু। এরপর থেকে দেশটির প্রধানমন্ত্রীর পদ ফাঁকা থাকার পর দল থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হলো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন