News71.com
 International
 19 May 16, 04:42 PM
 553           
 0
 19 May 16, 04:42 PM

উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে বসতে চান মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডন্ট প্রার্থী ট্রাম্প।।

উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে বসতে চান মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডন্ট প্রার্থী ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে পিয়ং ইয়ংয়ের শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে বসতে চান। গত মঙ্গলবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ ইচ্ছার কথা জানিয়েছেন। 

তিনি বলেন, আমি কিমের সঙ্গে কথা বলতে চাই। তার সঙ্গে কথা বলতে আমার কোন সমস্যা নেই। এছাড়া চীন, উত্তর কোরিয়ার একমাত্র অর্থনৈতিক ও কূটনৈতিক বন্ধু হওয়ায় পরমাণু কর্মসূচির আলোচনায় চীনকেও অন্তর্ভূক্তির আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প।


ট্রাম্প বলেন, আমরা চীনকে বড় ধরনের চাপ দিতে পারি, কারণ অর্থনৈতিকভাবে তাদের উপর ক্ষমতা খাটানোর সুযোগ আমাদের আছে।


তবে ট্রাম্পের বিদেশনীতি বিষয়ক এ ধরনের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট দলের এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের শিবির। হিলারির জ্যেষ্ঠ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে ট্রাম্পের এ ধরনের নীতিকে কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন