News71.com
 International
 19 May 16, 12:04 PM
 548           
 0
 19 May 16, 12:04 PM

ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ…….

ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ…….

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্যান্সের প্যারিস থেকে মিশরের কায়রোগামী ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষের মতে, বিমানটিতে ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্র সদস্য ছিল। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে বিমানটি প্যারিসের চ্যালস দি গল বিমানবন্দর থেকে উড্ডয়ণ করে। এরপর আজ সকালে বিমানটির রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন