আন্তর্জাতিক ডেস্কঃ ইকুয়েডরে উপকূলে দুই দফা ভূমিকম্পে একজনের মৃত্যু ও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার (১৮মে) দেশটিতে ৬.৭ মাত্রা ও ৬.৮ মাত্রার দুটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে উপকূলীয় কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, এবং সকলে আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করে।
গত মাসে দেশটিতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৬৫০ জনের মৃত্যু হয়। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া জানিয়েছেন, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কুইটো থেকে ২২৯ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে।
তিনি বলেন, আতঙ্কিত মানুষেরা ভবন ছেড়ে দ্রুত বেরুতে গিয়ে সামান্য আহত হয়েছেন। একজন ব্যক্তি মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেছেন তা পরিষ্কার নয়।
তিনি বলেন, “প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভূমিকম্পের জন্যেই তিনি মারা গেছেন। তিনি তোসাগুয়া শহরের একজন জ্যেষ্ঠ নাগরিক।” ভূমিকম্পের কারণে আগামী সোমবার পর্যন্ত মানাবি ও এসমেরালডাস প্রদেশে স্কুল বন্ধ রাকা হয়েছে বলেও কোরেয়া জানান।
এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো এই দুটি ভূমিকম্প সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য এখনো কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। গত ১৬ এপ্রিল ইকুয়েডরের ভূমিকম্পে ৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, প্রায় ২৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, আর্থিক হিসাবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি ডলার।