আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারনেটে ১ পোস্টে জাপানের ওসাকা প্রদেশের কিশিয়াডা শহরে বোমা হামলার চালানোর হুমকি দেয়া হয়েছে। এ শহরের প্রায় ৭০টি স্কুল আজ বন্ধ রয়েছে । পাশাপাশি শহরের জিমন্যাস্টিক, সিটি হল ও কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ রয়েছে বলে জানা গেছে।গতকাল রাতে ইন্টারনেটে ১টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ পোস্টে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে কিশিয়াডা শহরের স্কুল, সিটি হল ও অন্যান্য স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় ।
এরপরই শুধু নগর কর্তৃপক্ষ পরিচালিত হাসপাতাল ছাড়া সব সেবা আজ বন্ধ রাখার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।শহরের বিভিন্ন জায়গায় ৪ হাজার ২৯৮টি বোমা পুঁতে রাখা হয়েছে বলে ওই বার্তায় দাবি করা হয় ।
আজ সকাল ১১টা পর্যন্ত বোমার কোনো হদিস পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।কিশিয়াডা সিটি কর্পোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হায়াশি মিয়াকি বলেন আজ যে কোনো সময় বোমা হামলা হবে বলে ইন্টারনেট বার্তায় বলা হয়েছিল। তাই আমরা অতিরিক্ত ঝুঁকি নিতে চাইনি। স্কুল বন্ধ করা হয়েছে। সিটি কর্পোরেশেনর কার্যক্রম এদিনের মতো স্থগিত করা হয়েছে ।
সারাবিশ্বে জাপান শান্তিপ্রিয় জাতি হলেও সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেট আইএস বেশ কয়েকবার দেশটিতে হামলার হুমকি দেয় ।