News71.com
 International
 18 May 16, 03:29 PM
 547           
 0
 18 May 16, 03:29 PM

দুই দিনের সফরে ইরান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি....

দুই দিনের সফরে ইরান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি....

আন্তর্জাতিক ডেস্কঃ দুই দিনের সফরে আগামী ২২ মে ইরান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করার কথা রয়েছে। প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গেও বৈঠক হবে ।

জানা গেছে, প্রেসিডেন্ট রুহানির সঙ্গে ইরান-ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি নিয়েও কথা হবে। আলোচনার পাশাপাশি তেহরান ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হবে যার ফলে ২ দেশের মধ্যে সম্পর্ক আরও অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ার পথ খুলে যাবে ।

ইরানের ১ কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির মধ্যে প্রধানত অর্থনৈতিক, বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন ও বন্দর উন্নয়ন, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক বিষয় থাকবে। এসব চুক্তি ইরান ও ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি মনে করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন