News71.com
 International
 18 May 16, 01:43 PM
 574           
 0
 18 May 16, 01:43 PM

পাকিস্তানের পেশোয়ারে বোমা হামলায় ১ পুলিশ সদস্য নিহত, আহত ১৭

পাকিস্তানের পেশোয়ারে বোমা হামলায় ১ পুলিশ সদস্য নিহত, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পেশোয়ার শহরের মিত্রা এলাকায় ২টি রিমোট কট্রোল বোমা হামলায় ১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে এখন নিশ্চিত করা যায়নি ।

আজ সকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করে। আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশটির পুলিশের মুখপত্র আবদুল মজিদ বলেন বোমা বিস্ফোরণে আহতের মধ্যে ১১ জন বোমা বিস্ফোরণ স্কোয়াডের সদস্য ।

পুলিশ জানায় রিমোট নিয়ন্ত্রিত প্রথম বোমা বিস্ফোরণে ১টি পুলিশ ভ্যান বিধ্বস্ত হয়। এ সময় ১ পুলিশ সদস্যও আহত হন। এর কিছুক্ষণ পর আবার ১টি বোমা বিস্ফোরিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন