News71.com
 International
 18 May 16, 11:47 AM
 1846           
 0
 18 May 16, 11:47 AM

লন্ডনের একটি রাস্তার নিচে সাড়ে ৬ হাজার টন স্বর্ণ মজুদ

লন্ডনের একটি রাস্তার নিচে সাড়ে ৬ হাজার টন স্বর্ণ মজুদ

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের একটি রাস্তায় মাটির নিচে রয়েছে বিশ্বের বড় স্বর্ণের মজুদ। মজুদকৃত এই স্বর্নের পরিমাণ প্রায় সাড়ে ৫ হাজার ১৩৪ টন। এগুলো ১২.৪ কেজির একেক টি বার আকারে ৫ লাখ স্বর্ণ বার রাখা আছে । এগুলো ব্যাংক অব ইংল্যান্ডের ৭টি ভল্টে মজুদ থাকা স্বর্ণ।

প্রতিটি স্বর্ণ বারের দাম সাড়ে ৩লক্ষ পাউন্ড বা বাংলাদেশি ৪কোটি টাকার বেশি।লন্ডনের থ্রেডনিডল স্ট্রিটের নিচে ২টি তলার কয়েকটি ভল্টে স্বর্ণগুলো রাখা আছে। সেখানে জেপি মরগান এবং এইচএসবিসির মালিকানায় আরও ৬টি ছোট আকারের ভল্ট রয়েছে, যেখানে এসব ব্যাংকের স্বর্ণ আছে। সব মিলিয়ে এই সড়কের নিচে স্বর্ণ আছে সাড়ে ৬ হাজার টনের বেশি। জানাগেছে পৃথিবীতে এর চেয়ে বেশি স্বর্ণ জমা আছে শুধুমাত্র নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে ।

অবশ্য এসব স্বর্ণের পুরোটার মালিক ব্যাংক বা ব্রিটেনের সরকার নয়। বেশিরভাগ স্বর্ণের মালিক বাণিজ্যিক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। সরকারি মালিকানা রয়েছে মোট স্বর্ণের ১০ভাগের ১ভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন