News71.com
 International
 18 May 16, 11:22 AM
 604           
 0
 18 May 16, 11:22 AM

মার্কিন কংগ্রেসের প্রোক্লেমেশন পেলেন এক বাংলাদেশি ।।

মার্কিন কংগ্রেসের প্রোক্লেমেশন পেলেন এক বাংলাদেশি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদানের জন্য মার্কিন কংগ্রেসের কংগ্রেসনাল প্রোক্লেমেশন অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকান শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন।

নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে অনুষ্ঠিত এক বৈশাখী মেলায় কয়েক হাজার প্রবাসীর উপস্থিতিতে আনোয়ার হোসেনের হাতে এই প্রোক্লেমেশন তুলে দেওয়া হয়। মার্কিন কংগ্রেসের পক্ষে কংগ্রেসের সদস্য হাকীম জেফরিজ প্রোক্লেমেশনটির উদ্যোক্তা।

নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলাদেশি মালিনাকাধীন টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশন এবং ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিল যৌথভাবে এই বৈশাখী পথমেলার আয়োজন করে। অনুষ্ঠানে ৬৬ প্রিসিঙ্কট-এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন কেনেথ এম. কুইক, ৬৬ প্রিসিঙ্কট কমিউনিটি কাউন্সিলের ট্রেজারার কাজী আজম, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের মার্কিন কংগ্রেস সদস্য হাকীম জেফরিজের পক্ষে বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেনের হাতে প্রোক্লেমেশন হস্তান্তর করেন।

এ সময় আনোয়ার হোসেন জানান, নিউইয়র্কে বাংলাদেশিরা অগ্রসরমান কমিউনিটি। আমি আমার কমিউনিটির জন্য কাজ করে যেতে চাই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সবার আগে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি। তাই প্রবাসের মাটিতে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐহিত্য তুলে ধরতে যে কোনো উদ্যোগের সঙ্গে আছি এং থাকবো।

১৯৯২ সালে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান খুলনার দৌলতপুরের কৃতি সন্তান আনোয়ার হোসেন। প্রথমে ওকলাহোমা ইউনিভার্সিটি এবং পরে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমে লেখাপড়া শেষ করেছেন। ছাত্রজীবনে প্রথমে রেস্টুরেন্টে চাকরি এবং পরবর্তীতে লেখাপড়া শেষ করে রেস্টুরেন্ট ব্যবসায় নিজেকে আত্মনিয়োগ করেন। এরপর আস্তে আস্তে নিজেকে আত্মনিয়োগ করেন রিযেল এস্টেট ব্যবসায়।

নিউইয়র্কে আনোয়ার হোসেন শুধু একজন সফল ব্যবসায়ীই নন, তিনি এখন সফল ইনভেস্টর হিসেবে খ্যাতি অর্জন করেছেন। প্রবাসে বাংলাদেশিদের যে কোনো অনুষ্ঠানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। আর কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য তিনি এবার পেলেন মার্কিন কংগ্রেসের স্বীকৃতি। বাংলাদেশি আমেরিকান হিসাবে এটি কোনো বাংলাদেশির বড় অর্জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন