News71.com
 International
 18 May 16, 12:10 AM
 611           
 0
 18 May 16, 12:10 AM

তুরস্কে ১৯ মে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন আইএস।।

তুরস্কে ১৯ মে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন আইএস।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের রাজধানী আঙ্কারায় আগামী বৃহস্পতিবার (১৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির যুব ও ক্রীড়া দিবস। আর এই অনুষ্ঠানে বোমা হামলা চালাতে পারে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এমনটিই ধারনা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। আজ দেশটির গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তুরস্কের গোয়েন্দা সংস্থা সতর্কতা জারি করে জানিয়েছে, হামলার উদ্দেশ্যে দেশটিতে আইএস’র ১০ জন সদস্য অনুপ্রবেশ করেছে। হামলার জন্য তারা দেশটির গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহর আঙ্কারাকে বেছে নিয়েছে। তুরস্ক রিপাবলিকের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতার্তুকের সমাধি সৌধে হামলা চালানো হতে পারে বলে আশংকা করছেন তারা।

এদিকে এ হুমকির পর থেকে দেশটিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া অনুপ্রবেশকারী জঙ্গিদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন