আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার নতুন পরাষ্ট্রমন্ত্রী হলেন পরমাণু বিশেষজ্ঞ ও পেশাদার কূটনীতিক রি জং-হো। এর আগে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, রি জং-হো যুক্তরাজ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া পরমাণু বিষয়েও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে কাজ করেছেন তিনি।