আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে জিততে চলেছে বামপন্থিরা। এ তথ্য উঠে এসেছে নির্বাচনের বুথফেরত (এক্সিট পোল) জরিপে। জরিপে বলা হচ্ছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিএফ) হটিয়ে দিয়ে ভি এস অচ্যুতানন্দন-পিনারাইয়ের সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) এবার রাজ্যের গদি দখল করতে যাচ্ছে।
গতকাল সোমবার কেরালার ১৪০টি আসনের ভোটগ্রহণ হয়। এই ভোটের ফল ঘোষণা হবে বাকি ৪ টি রাজ্যের সাথে আগামি ১৯ মে। নির্বাচনে ভোটগ্রহণের সময় বুথফেরত জরিপ চালায় ভারতের আলোচিত গবেষণা সংস্থা ‘সিভোটার’, ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস’, ‘এবিপি’, ‘নিউজ নেশন’ ও ‘চাণক্য’। জরিপের ফলাফলে ‘সিভোটার’ বলছে, গতবারের চেয়ে এবার ১২ আসন বেশি পেয়ে ৭৮ আসন নিয়ে নেতৃত্ব দেবে এলডিএফ। যেখান গতবারের চেয়ে ৬ আসন কম পাবে ইউডিএফ, ৫৮ আসন। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে মাত্র ৪টি আসন।
অন্যদিকে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস’ বলছে, এলডিএফ পাবে ৮৪টি আসন। তার অর্ধেকেরও কম ৪৩ আসন পাবে ইউডিএফ। একইভাবে জরিপে এলডিএফ’কে এগিয়ে রেখেছে ‘নিউজ নেশন’, ‘চাণক্য’। এদিকে কমিউনিস্ট পার্টি-মার্কসিস্ট (সিপিএম) নেতা সিতারাম বলেছেন, বুথ ফেরত জরিপের ফলাফল মূল ফলাফলের প্রতিনিধিত্ব করে না। দিল্লি, বিহারের নির্বাচনের জরিপের ফলাফলের মাধ্যমে বিষয়টি আমাদের কাছে ইতোমধ্যে পরিষ্কার হয়েছে। বৃহস্পতিবারই (১৯ মে) সব বোঝা যাবে।