News71.com
 International
 17 May 16, 03:29 PM
 570           
 0
 17 May 16, 03:29 PM

ভিয়েতনামে ব্যাংকের সুইফট সিস্টেম হ্যাকের চেষ্টা....

ভিয়েতনামে ব্যাংকের সুইফট সিস্টেম হ্যাকের চেষ্টা....

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের তিয়েন ফং ব্যাংক (TPBank) থেকে সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে হ্যাকের মাধ্যমে ১২ লাখ ইউরো স্লোভেনিয়ার একটি ব্যাংকে স্থানান্তরে চেষ্টা চালানো হয়েছিল, জানিয়েছে ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক।

গত ২০১৫ সালের ৮ ডিসেম্বর সুইফট-এর মাধ্যমে করা হ্যাকের চেষ্টা ধরতে পারে টিপিব্যাংক। এর ফলে কোনো ভিয়েতনামী ঋণদাতা এবং কেন্দ্রীয় ব্যাংক আক্রান্ত হয়নি বলে রয়টার্স-কে জানিয়েছেন ভিয়েতনাম-এর তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান লি ম্যান হাং।

হাং বলেন, 'ইন্টারপোল-কে তাৎক্ষণিকভাবে ৮ ডিসেম্বরের আক্রমণের কথা জানানো হয়।' সিঙ্গাপুরভিত্তিক সার্ভার থেকে টিপিব্যাংক-এর ব্যবহার করা তৃতীয় পক্ষের সুইফট অর্থ স্থানান্তর ব্যবস্থা কোনোভাবে ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হয়। তৃতীয় পক্ষের পরিচয় 'জানা নেই' বলে জানিয়েছেন হাং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন