আন্তর্জাতিক ডেস্কঃ হাইতিতে বন্দুকধারীদের হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় পুলিশ সদরদপ্তরে বন্দুকধারীদের হামলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। হাইতির দক্ষিণাঞ্চলীয় পুলিশ প্রধান লুক পিয়েরি জানান, গতকাল মধ্যরাত ২টা ৩০ মিনিটে অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশ সদরদপ্তরটিতে হামলা চালায়। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে মারধর করে বেশ কিছু অস্ত্র নিয়ে গেছে তারা। ওই বন্দুকধারীরা সামরিক বাহিনীর পোশাকে হামলা চালিয়েছিল।
বন্দুকধারীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়লে চারজন নিহত হয়। হামলাকারীদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।