News71.com
 International
 17 May 16, 02:00 PM
 657           
 0
 17 May 16, 02:00 PM

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার ফরিদ হোসেন।।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার ফরিদ হোসেন।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিনিয়র সাংবাদিক, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)’র সাবেক ঢাকা করেসপন্ডেন্ট ফরিদ হোসেনকে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত রবিবার এক সার্কুলারে দুই বছরের চুক্তি-ভিত্তিক এই নিয়োগের কথা জানানো হয়।

অপর সিনিয়র সাংবাদিক এনামুল হক চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন ফরিদ হোসেন। এনামুল হক গত পাঁচ বছর ধরে এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স, মাস্টার্স সম্পন্ন করার পর ১৯৭৬ সালে ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা)’য় সাংবাদিকতা পেশা শুরু করেন ফরিদ হোসেন। পরবর্তীতে টাইম ম্যাগাজিন, এপিসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হয়ে ঢাকায় কর্মরত ছিলেন তিনি।

প্রখ্যাত সাংবাদিক হাসান সাঈদের স্ট্রিঙ্গার হিসেবে ফরিদ হোসেন এপিতে কাজ শুরু করেন ১৯৮৬ সালে। পরে তিনি ঢাকা কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পান। টানা ২৭ বছর এই প্রতিষ্ঠানে কাজ করার পর ২০১৩ সালে অবসরে যান।

মুক্তিযোদ্ধা এই সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব)’র প্রেসিডেন্ট ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন