News71.com
 International
 17 May 16, 12:51 PM
 663           
 0
 17 May 16, 12:51 PM

এবার আইনজীবী হিসেবে কাজ করবে রোবট ।।

এবার আইনজীবী হিসেবে কাজ করবে রোবট ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার সকলের কম-বেশি জানা আছে। তবে এবার নতুন আরও ১টি পেশায় দেখা যাবে রোবটকে। তা হলো আইনজীবী হিসেবে। হ্যাঁ, পৃথিবীর প্রথম রোবট উকিল নিযুক্ত করতে চলেছে বেকার হস্টলার নামে ১টি মার্কিন লফার্ম। এই যান্ত্রিক উকিলটির নাম দেওয়া হয়েছে রস ।

ফার্মের চিফ ইনফরমেশন অফিসার বব ক্রিগ জানিয়েছেন তাদের তৈরি এই যন্ত্র উকিল সঠিকভাবে ক্লায়েন্টদের উপদেশ দিতে পারবে। তাছাড়া জানা গেছে সমস্ত রকমের আইনি কার্যাবলীতেও পাকাপোক্ত রস। রসের প্রস্তুতকারক সংস্থা রস ইন্টালিজেন্স জানিয়েছে টরেন্ট বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সাল থেকে এই রোবট উকিলের নির্মাণ শুরু হয়েছিল। আইনি শিক্ষা পাওয়ার ১০ মাসের মধ্যেই রস পেয়ে গেছে তার প্রথম বাণিজ্যিক কাজের সুযোগ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন