News71.com
 International
 17 May 16, 11:38 AM
 605           
 0
 17 May 16, 11:38 AM

আইএস দমনে লিবিয়াকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত বিশ্বশক্তি ।।

আইএস দমনে লিবিয়াকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত বিশ্বশক্তি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ গঠিত লিবিয়ার সরকারকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিশালী দেশগুলো প্রস্তুত আছে। দেশটিকে আইএসের কাছ থেকে রক্ষার জন্য সাহায্য করা হবে বলে একাধিক সূত্র জানিয়েছে। ভিয়েনায় থাকা যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি জন কেরি বলেন, জাতিসংঘ লিবিয়ায় অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিলেই বিশ্ব শক্তিগুলো লিবিয়া সরকারকে সাহায্য করবে। তিনি বলেন, লিবিয়ার জন্য আইএস নতুন হুমকি এবং তাদেরকে (আইএস) বাধ্যতামূলকভাবে রুখতে হবে।

গত মাসে লিবিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, এখনই ব্যবস্থা না নিলে আইএস লিবিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে নেবে। আন্তর্জাতিক সহায়তাকারী দেশগুলোর সঙ্গে কথা বলে কেরি বলেন, দেশটিকে সুসংঘবদ্ধ করতে দ্য জিএনএ (গভার্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোরড) কার্যকর হবে বলে আমরা মনে করছি। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রতিনিধিত্ব করা সম্ভব। তিনি বলেন, দায়েশকে (আইএস) প্রতিহত করতে কার্যকর যোগাযোগ তৈরির এটিই একমাত্র পথ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন