আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এসময় তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হকও সেখানে উপস্তিত ছিলেন । ব্যক্তিগত সফরে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে তার সেন্ট জেমস কোর্ট-তাজ হোটেলে গিয়ে আজ স্থানীয় সময় বিকেল ৩টায় সাক্ষাৎ করে আসেন সৈয়দ শামসুল হক দম্পতি ।
এসময় প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য লন্ডনে থাকা সৈয়দ শামসুল হকের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। আলাপের এক পর্যায়ে ২জনকেই বেশ আবেগপ্রবণ দেখা যায়। প্রধানমন্ত্রী কুশলাদি বিনিময় করেন আনোয়ারা সৈয়দ হকের সঙ্গেও।এসময় আরও উপস্থিত ছিলেন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ।
ফুসফুসের জটিলতায় আক্রান্ত সৈয়দ শামসুল হক উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। আর প্রধানমন্ত্রী লন্ডনে রয়েছেন ব্যক্তিগত সফরে। এখানে ২দিন অবস্থানের পর তিনি বুলগেরিয়ায় আয়োজিত গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন ।