News71.com
 International
 16 May 16, 11:32 PM
 609           
 0
 16 May 16, 11:32 PM

যুক্তরাষ্ট্রের মেমফিসে প্লেন দুর্ঘটনায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের মেমফিসে প্লেন দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেমফিস শহরে দুর্ঘটনার কবলে পড়েছে ১টি ব্যক্তিমালিকানা প্লেন। এতে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।স্থানীয় সময় আজ সকাল ৯টার দিকে টুপেলো বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

টুপেলো পুলিশের প্রধান বার্ট আগুরে বলেন, প্লেন দুর্ঘটনায় পাইলট সহ আরও ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।৬ আসনের সিঙ্গেল ইঞ্জিনচালিত বিচ বোনানজা প্লেনটি টেক্সাসের ১টি কোম্পানির নামে নিবন্ধন করা। প্লেনের যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানা যায়।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন