আন্তর্জাতিক ডেস্কঃ নিজ নির্বাচনী এলাকার বস্তি পরিদর্শনে গিয়ে ময়লাযুক্ত নর্দমায় পড়ে গড়াগড়ি খেলেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের এক নারী সংসদ সদস্য (এমপি)। সাধারণ মানুষের খোঁজ নিতে গিয়ে রীতিমত হাসির খোড়াকে পরিণত হয়েছেন পুনামবিন নামের ক্ষমতাসীন বিজেপি-এর ওই এমপি। আজ রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে ৩৩০ কিলোমিটার দূরের জামনগর শহরের একটি বস্তিতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সকালে জামনগরে একটি বস্তি পরিদর্শনে যান তিনিসহ আরও কয়েকজন। সিমেন্টের তৈরি একটি স্লাবের ওপর দাঁড়িয়ে ছিলেন এই জনপ্রতিনিধি। খোঁজ নিচ্ছিলেন এলাকার মানুষের নানা অভাব-অভিযোগের। হঠাৎ তাদের ভারে স্লাবটি ভেঙে যায়, আর তাতেই যত বিপত্তি! এমপিসহ তার সঙ্গীরা ততক্ষণে রীতিমতো গড়াগড়ি খাচ্ছেন ১০ ফুট গভীর নর্দমার ময়লা-আবর্জনায়। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হয়। পুলিশের ভাষ্য, নর্দমায় পড়ে এমপি সাহেবের পুরো শরীর ময়লায় মাখামাখি হলেও বেশি চোট লেগেছে মাথায়। হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন।