News71.com
 International
 16 May 16, 02:04 PM
 630           
 0
 16 May 16, 02:04 PM

ভারতে যোগ ব্যায়াম নিয়ে রিপোর্ট তৈরি করায় সাংবাদিক গ্রেফতার ।।

ভারতে যোগ ব্যায়াম নিয়ে রিপোর্ট তৈরি করায় সাংবাদিক গ্রেফতার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সরকারি নীতিতে যোগ ব্যায়ামের শিক্ষক হতে মুসলিমদের নিষিদ্ধ করা হয়েছে এ ধরণের সংবাদ পরিবেশনের দায়ে গত শনিবার সকালে ভারতে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। মার্চে মিল্লি গেজেটে পুষ্প শর্মা নামের ওই সাংবাদিকের রিপোর্টটি প্রকাশিত হয়।

গত বছরের বিশ্ব যোগব্যায়াম দিবসে যোগ ব্যায়াম শিক্ষা দিতে মুসলমানদের বিদেশ যাওয়া নিষিদ্ধ করা হয়েছে কথিত সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে এ ধরণের সংবাদ পরিবেশন করা হয়। তার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। দ্য মিল্লি গেজেট শর্মাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। এর সম্পাদক জাফরুল ইসলাম খান এ অভিযোগকে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে টুটি চেপে ধরার স্পষ্ট উদ্যোগ বলে বর্ণনা করেছেন।

দিল্লি পুলিশ বলছে, মি. শর্মার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং ধর্ম ও জাতির ভিত্তিতে বিভিন্ন গ্রুপের মধ্যে শত্রুতা সৃষ্টির অভিযোগ আনা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগব্যায়ামের বিষয়ে অত্যুৎসাহী ব্যক্তি। তিনি জানান, প্রতিদিনই তিনি যোগব্যায়াম চর্চা করেন। তারই প্রণোদনায় জাতিসংঘ গত বছর ২১শে জুনকে বিশ্ব যোগ ব্যায়াম দিবস ঘোষণা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন