News71.com
 International
 16 May 16, 01:52 PM
 588           
 0
 16 May 16, 01:52 PM

কলম্বিয়ায় স্বল্প বয়সী যোদ্ধাদের বাদ দিতে রাজি হয়েছে ফার্ক....

কলম্বিয়ায় স্বল্প বয়সী যোদ্ধাদের বাদ দিতে রাজি হয়েছে ফার্ক....

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার মাক্সবাদী বিদ্রোহী গ্রুপ ফার্ক গতকাল রবিবার শন্তি চুক্তির অংশ হিসেবে দলটি থেকে শিশু যোদ্ধাদের বাদ দিতে সম্মত হয়েছে। আলোচনার মাধ্যমে সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি চলে এসেছে বিদ্রোহী সংগঠনটি। কিউবায় দু’পক্ষের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্য রেভুল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)’ শান্তি চুক্তির শর্ত অনুযায়ী যত দ্রুত সম্ভব ১৫ বছরের কম বয়সী সদস্যদের দল থেকে বাদ দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে।

চুক্তির শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই শিশুরা কিভাবে সমাজের মূলধারায় ফিরে যাবে তা অবশ্যই সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা। ফার্ক ও কলম্বিয়া সরকারের মধ্যকার দ্বিপক্ষীয় শর্ত ও অস্ত্রবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চুক্তির খবরটি প্রকাশিত হয়। এই শন্তি চুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে ল্যাটিন আমেরিকায় সবচেয়ে বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন