News71.com
 International
 16 May 16, 01:29 PM
 601           
 0
 16 May 16, 01:29 PM

ইরাকে গ্যাস প্লান্টে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ২২...

ইরাকে গ্যাস প্লান্টে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ২২...

আন্তর্জাতিক ডেস্কঃ বাগদাদের উত্তরাঞ্চলে গতকাল একটি গ্যাস প্লান্টে আত্মঘাতী হামলা সংঘঠিত হয়েছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে এবং গ্যাস ট্যাংকে আগুন ধরে গেছে। কর্মকর্তারা একথা বলেছেন। স্থানীয় সময় ভোর ৬টার দিকে ইরাকের রাজধানী বাগদাদের প্রায় ২০কিলোমিটার উত্তরে তাজি প্লান্টটিতে হামলা চালানো হয়। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদমান এক বিবৃতিতে বলেন, গ্যাস প্লান্টটিতে আত্মঘাতী ৮ বোমা হামলাকারী হামলা চালায় এবং প্লান্টটির প্রবেশ পথে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।

সাদমান জানান, হামলাকারীদের কয়েকজন শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। অন্যরা গুলিতে নিহত হয়। তিনি আরও বলেন, বিস্ফোরণে তিনটি গ্যাস ট্যাঙ্কে আগুন ধরে যায়। জয়েন্ট অপারেশন্স কমান্ড জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানান, এই হামলায় অন্তত ৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট ( আইএস) এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন