News71.com
 International
 16 May 16, 01:05 PM
 585           
 0
 16 May 16, 01:05 PM

কাশ্মীরে আটক জঙ্গির কাছ থেকে আধার কার্ড উদ্ধার ।।

কাশ্মীরে আটক জঙ্গির কাছ থেকে আধার কার্ড উদ্ধার ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের বারামুলা থেকে গ্রেফতার হওয়া এক জয়েশ-ই-মহম্মদ জঙ্গির কাছ থেকে আধার কার্ড পাওয়া গেছে। এই ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সেনাবাহিনী সূত্রে অনুযায়ী, ধৃত জঙ্গির নাম আব্দুল রহমান। সে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। পাকিস্তানের বালাকোটে আইএসআই-এর কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আব্দুল। চলতি বছরের শুরুতে সীমান্ত পেরিয়ে সে ভারতে ঢোকে। আত্মঘাতী জঙ্গি হামলা চালানোর জন্য সে স্থানীয় যুবকদের দলে টানার চেষ্টা করছিল। বিশেষ যৌথ অভিযানে তাকে ধরা সম্ভব হয়েছে।

বারামুলার জেনারেল অফিসার কম্যান্ডিং মেজর জেনারেল জে এস নৈন বলেছেন, গত দুই মাস ধরে সেনাবাহিনী ধৃত জঙ্গির উপর নজর রাখছিল। সে মোট ৭ বার বারামুলায় এসেছিল। তাকে জেরা করে জঙ্গিদের কার্যকলাপের বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে। আত্মঘাতী জঙ্গি হামলার জন্য কাশ্মীরের যুবকদের দলে নেওয়ার চেষ্টা সেনাবাহিনীর কাছে উদ্বেগের বিষয়। একইভাবে আবদুলের কাছ থেকে আধার কার্ড পাওয়াও নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। শুধু তার কাছেই নয়, ভারতে অনুপ্রবেশ করা আরও ৪ জঙ্গির কাছে আধার কার্ড ছিল। সেই কার্ড আসল বা জাল যা-ই হোক না কেন, তা কীভাবে জঙ্গিদের হাতে গেল সেটা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন মেজর জেনারেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন