News71.com
 International
 16 May 16, 12:39 AM
 568           
 0
 16 May 16, 12:39 AM

বাংলাদেশি নিহতের ঘটনায় ৬ বিএসএফ সদস্য প্রত্যাহার ।।

বাংলাদেশি নিহতের ঘটনায় ৬ বিএসএফ সদস্য প্রত্যাহার ।।

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহতের ঘটনায় ৬ জন বিএসএফ সদস্যকে প্রত্যাহার করেছে দেশটির প্রশাসন। আজ রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিএসএফ এর গুলিতে চুয়াডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি নিহত হয়। বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানিয়ে বিএসএফকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। তারপর রবিবার সে দেশের ৬ বিএসএফ সদস্যকে বাহিনী থেকে প্রত্যাহার করে নেয়।

বিএসএফ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলেও জানান মহসিন রেজা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন