News71.com
 International
 16 May 16, 12:07 AM
 619           
 0
 16 May 16, 12:07 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ইরানের জাতীয় সংসদে বিল পাস....

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ইরানের জাতীয় সংসদে বিল পাস....

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার কাছে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সরকারকে ক্ষতিপূরণ দাবি করার জন্য একটি বিশেষ জরুরি বিল পাস করেছে ইরানের জাতীয় সংসদ। এ বিলে বলা হয়েছে- আমেরিকার অপরাধ ও কার্যক্রমের কারণে ইরানের এ পর্যন্ত যেসব ক্ষতি হয়েছে মার্কিন সরকারের কাছ থেকে তার আর্থিক মূল্য আদায় করতে হবে।

ইরানের জাতীয় সংসদের ২১৬ জন সদস্য বিলের ওপর ভোটাভুটিতে অংশ নেন। এর মধ্যে ১৮১ জন বিলের পক্ষে ভোট দেন। বিলে আরও বলা হয়েছে- ইরানের সম্পদ জব্দ করে নিজের অধিকারে নেওয়ার জন্য আমেরিকা এ পর্যন্ত বহু অপরাধমূলক কাজ করেছে এবং শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে তা করেছে। কিন্তু ইরানের সরকার মার্কিন প্রশাসনের এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকরী তেমন কোনো ব্যবস্থা নেয়নি।

এছাড়া, ইরানে আটক মার্কিন গুপ্তচরদের মুক্তির জন্য আলজিয়ার্স চুক্তিতে যে অর্থ ছাড়ের কথা ছিল তাও আজ পর্যন্ত আসেনি। এসব অর্থ ও ক্ষতিপূরণ দাবি করতে ইরানের সরকারের প্রতি জাতীয় সংসদ এ বিলের মাধ্যমে আহ্বান জানিয়েছে।

সম্প্রতি মার্কিন আদালত ইরানের ২০০ কোটি ডলার আটকে দিতে ওবামা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, ১৯৮৩ সালে লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় নিহত সেনাদের পরিবারকে ইরানি আটক সম্পদ দিতে হবে। তবে ইরান এ অভিযোগ সবসময় নাকচ করে আসছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন