News71.com
 International
 15 May 16, 08:10 PM
 638           
 0
 15 May 16, 08:10 PM

বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে কুয়েতে বৃহত্তর ঢাকা সমিতি নামে নতুন সংগঠনের যাত্রা শুরু

বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে কুয়েতে বৃহত্তর ঢাকা সমিতি নামে নতুন সংগঠনের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতপ্রবাসী ঢাকাবাসীরা তাদের কল্যাণ ও ঐক্য প্রতিষ্ঠা এবং ঢাকার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সেখানে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। বৃহত্তর ঢাকা সমিতি নামে সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনটি কুয়েতবাসীর কাছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশি সংস্কৃতি নিয়েও কাজ করবে । এ ছাড়া এই সংগঠন বাংলাদেশ ও কুয়েতের মানুষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার জন্যও কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ জুন শুক্রবার কুয়েতের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে সংগঠনটি কুয়তে অবস্থিত সংগঠন বৃহত্তর ঢাকা সমিতি । অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি কুয়েতের সফল বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।

মনির হোসেনকে সভাপতি ও আবদুল কাদের মোল্লাকে সাধারণ সম্পাদক করে নতুন এই সংগঠনের ২৭০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, দপ্তর সম্পাদক আশরাক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সায়মা মনির, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. তুহিন রানা, আপ্যায়ন সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রনি আহমেদ। এছাড়াও ড. শাখাওয়াত হোসেন, শিকদার বাচ্চু ও ড. ছাইদকে কমিটির উপদেষ্টা করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন