আন্তর্জাতিক ডেস্কঃ বাগদাদের উত্তরাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত একটি গ্যাস কারখানায় আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।
আজ স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে কারখানার প্রবেশমুখে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।