News71.com
 International
 31 Jan 16, 12:16 PM
 914           
 0
 31 Jan 16, 12:16 PM

দক্ষিন চীন সাগরে মার্কিন রনতরির টহল।। চীনের প্রতিবাদ

দক্ষিন চীন সাগরে মার্কিন রনতরির টহল।। চীনের প্রতিবাদ

নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ একটি দ্বীপের কাছাকাছি এলাকায় সমুদ্রে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি মার্কিন রণতরী কয়েক ঘণ্টা অবস্থান করেছে। আমেরিকা বলছে ওই এলাকায় প্রবেশের স্বাধীনতায় হস্তক্ষেপের চেষ্টাকে চ্যালেঞ্জ জানাতেই এই অবস্থান।

এই দ্বীপের অন্যতম দাবিদার চীন এ ঘটনায় আমেরিকার বিরুদ্ধে আইন ভঙ্গ করার অভিযোগ তুলেছে।
অপরদিকে আমেরিকা বলছে, আঞ্চলিক এই বিরোধে তারা কোনোভাবে জড়াতে চায়না। তবে ওই গুরুত্বপূর্ণ নৌ রুটটিতে অবাধ প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে চায় তারা।পেন্টাগনের দাবি চীন, তাইওয়ান এবং ভিয়েতনাম এই তিন দাবিদারের পক্ষ থেকে নৌ –যোগাযোগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং স্বাধীনতা খর্ব করার চেষ্টাকে চ্যালেঞ্জ করতেই এমন পদক্ষেপ।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আমেরিকা এ বিষয়ে পূর্ব অনুমতি না নিয়ে চীনের জলসীমায় প্রবেশ করে আইন ভেঙেছে।

উল্লেখ্য প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিয়ে চীন এবং আরো কয়েকটি জাতির মধ্যে বিরোধ রয়েছে । বলছে, মার্কিন এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য মেনেই তারা এই অভিযান চালিয়েছে। ইতিপুর্বেও এ ধরনের আরেকটি অভিযানের অংশ হিসেবে গত বছর স্প্রাটলি আইল্যান্ডে রণতরী নিয়ে অভিযান চালিয়েছিল আমেরিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন