আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার হাসপাতালে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩৫ জন সদস্য নিহত হয়েছেন। শনিবার দেইর আল জৌর শহরে অবস্থিত আল-আসাদ হাসপাতালে এ হামলার ঘটনায় আইএসের ২০ যোদ্ধাও নিহত হয়। প্রত্যক্ষদর্শী ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেইর আল জৌরের আল-আসাদ হাসপাতালে হামলা চালায় জঙ্গিরা। এসময তারা হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাদের জিম্মি করে রাখে। এর কয়েক ঘন্টা পর দেশটির সামরিক বাহিনীও পাল্টা হামলা চালায়।
দু'পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ে সামরিক বাহিনীর ৩৫ সদস্য এবং আইএসেরও ২০ যোদ্ধা নিহত হয়। পরে সরকারি বাহিনী হাসপাতালটিকে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তবে জিম্মিদের অবস্থা কী সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। দেইর আল জৌরের অর্ধেকেরও বেশি এলাকা আইএসের দখলে রয়েছে। কিন্তু ইরাকের সীমান্তবর্তী এই শহরের পুরোটাই দখল নিয়ে নিতে চাচ্ছে তারা। আইএস পরিচালিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার ভোরে দেইর আল জৌরের আসাদ হাসপাতালে হামলা চালিয়েছে আইএস যোদ্ধারা। এসময় সিরিয়ার সামরিক ঘাঁটির সঙ্গে শহরের বিমানবন্দরের যাতায়াতের রুটও তারা বিচ্ছিন্ন করে দিয়েছে বলে দাবি করছে জঙ্গি সংগঠনটি।