আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে যাত্রীবাহী বাস উল্টে ৮জন নিহত ও অন্তত ৪৪ জন আহত হয়েছেন।গতকাল সকালে দুর্ঘটনায় পড়া বাসটি মহাসড়কে উল্টে যায় বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির এক কর্মকর্তা। টেক্সাসের পরিবহন বিভাগ বলছে, দুর্ঘটনাটিতে অন্য কোনো গাড়ির কোনো সংশ্লিষ্টতা নেই।
রাজ্যটির জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা কনরাড হেইন জানিয়েছেন, ঘটনার দিন সকালে বাসটি রিও গ্রান্দি ভ্যালি থেকে রওয়ানা হয়ে ঈগল পাসের দিকে যাচ্ছিল, যুক্তরাষ্ট্রের রুট ৮৩ মহাসড়ক ধরে উত্তরমুখে এগিয়ে যাওয়ার সময় সকাল ১১টা ৪৫ মিনিটের (স্থানীয় সময়) দিকে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এই দুর্ঘটনায় ৭ আরোহী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর একজন স্থানীয় এক হাসপাতালে নেওয়ার পর মারা যান। চালকসহ আহত অপর ৪৪ জন আরোহীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হেইন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংখাজনক এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।