News71.com
 International
 15 May 16, 11:29 AM
 601           
 0
 15 May 16, 11:29 AM

পাকিস্তান ‘গুরুত্বপূর্ণ’, স্বাভাবিক সম্পর্ক বাজায় থাকবে ।। মার্কিন মুখপাত্র

পাকিস্তান ‘গুরুত্বপূর্ণ’, স্বাভাবিক সম্পর্ক বাজায় থাকবে ।। মার্কিন মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কথা বললেও ওবামা সরকার তা মানতে নারাজ। উল্টে মার্কিন সরকার অভয় দেওয়ার সুরে বলেছে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা ‘জরুরি’ এবং ‘অত্যাবশ্যক’। তাই তারা সম্পর্ক রেখে চলবে।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন, গত তিন মাস ধরে তাঁদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন চলছে। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুদেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক স্তরে জল্পনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গেই মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জন কিরবি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সব বিষয়ে তাঁরা একমত হতে পারেন না। দুদেশের সম্পর্কে জটিলতাও আছে। কিন্তু দুদেশের সম্পর্ক বজায় থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন