News71.com
 International
 15 May 16, 12:35 AM
 682           
 0
 15 May 16, 12:35 AM

রাশিয়ায় কবরস্থানে মারামারির ঘটনায় দুই জন নিহত।।

রাশিয়ায় কবরস্থানে মারামারির ঘটনায় দুই জন নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কবরস্থানে মারামারির ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মারামারি থামাতে আকাশে গুলি ছুঁড়তে হয় পুলিশকে। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মস্কোর সর্ববৃহৎ খোভানস্কয়ি কবরস্থানে প্রায় দুইশ মানুষ মারামারিতে লিপ্ত হন। কবরস্থানটি মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

দেশটির বার্তা সংস্থামতে, মারামারি চলার সময় গুলির শব্দ শোনা যায়। তবে এই ঘটনায় ঠিক কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবরে জানানো হয়, নিহত দুজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তবে পুলিশ কর্তৃপক্ষ খবরটির সত্যতা নিশ্চিত না করলেও অস্বীকার করেনি।

রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ৫০ জনকে গ্রেফতার করার কথা নিশ্চিত করা হয়েছে। পুলিশের ধারণা প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কবরস্থানের কর্মীদের দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে। কবরস্থানের লোভনীয় কন্ট্রাক্ট নিয়ে মধ্য এশীয় ও ককেশীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন