আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন হত্যার ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী সুন্নি বিদ্রোহীদের দায়ী করেছে সংগঠনটি। এর আগে গতকাল শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিমানবন্দরের কাছে চালানো এক হামলায় নিহত হন মুস্তাফা আমিনি। এর পরপরই তার মৃত্যুর বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে সংগঠনটি।
প্রাথমিকভাবে এ মৃত্যুর জন্য প্রধান শত্রু ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ। সিরিয়া সঙ্কটে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে হিজুবুল্লাহ। মুস্তাফা বদরেদ্দিনকে ২০১১ সালে সিরিয়ার হিজবুল্লাহ’র সামরিক প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। সেখানে হিজবুল্লাহর সার্বিক দেখভাল করতেন তিনি।