News71.com
 International
 14 May 16, 07:44 PM
 656           
 0
 14 May 16, 07:44 PM

আগামি সোমবার থেকেই অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ক্যাঙারু নিধনের অভিযান ।।

আগামি সোমবার থেকেই অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ক্যাঙারু নিধনের অভিযান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যাঙারুর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় পরিবেশগত বিপর্যয়ের মধ্যে পড়ছে অস্ট্রেলিয়া । পরিবেশের ভারসাম্য রক্ষার সার্থে তাই দেশটি সিদ্ধান্ত নিয়েছে মাত্রাতিরিক্ত ক্যাঙারুর সংখ্যা কমিয়ে দেওয়ার। এই অভিযানে প্রায় ২ হাজার ক্যাঙারুকে নিধনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া কতৃপক্ষ। ক্যাঙারুর সংখ্যা দিন দিন অত্যন্ত বেড়ে যাওয়ায় পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় বন্ধ রাখা হবে সবকটি অভয়ারণ্য। মোট ১ হাজার ৯শ ৯১ টি ক্যাঙারুকে নিধন করা হবে।

পার্কস অ্যান্ড কনজারভেশনের ডিরেক্টর ড্যানিয়েল ইগলেসিয়াস জানিয়েছেন, ক্যাঙারুর সংখ্যা কমানো প্রয়োজন বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচুর পরিমাণ ক্যাঙারু হয়ে যাওয়ায় প্রকৃতি তছনছ হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ১লা অগাস্ট পর্যন্ত চলবে এই ক্যাঙারু নিধনের কাজ। উল্লেখ্য, বিগত ২বছরে ৪ হাজার ক্যাঙারুকে মেরে ফেলা হয়েছে অস্ট্রেলিয়াতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন