News71.com
 International
 14 May 16, 11:21 AM
 625           
 0
 14 May 16, 11:21 AM

সোমালিয়ায় আল-শাবাবের ৭ জঙ্গি নিহত.........

সোমালিয়ায় আল-শাবাবের ৭ জঙ্গি নিহত.........

নিউজ ডেস্ক: সোমালিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওয়াজিদ শহরে সরকারি বাহিনীর অভিযানে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার এই অভিযান চালানো হয়। সহানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, পুলিশ ও সেনা বাহিনীর দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিন এলিট ইউনিটের সদস্যরা আল-শাবাবের বিরুদ্ধে এই অভিযান চালিয়েছেন।

স্থানীয় প্রশাসক মোহামেদ ইসাক বলেন, “সর্বসাম্প্রতিক এই অভিযানে আমাদের বাহিনী আল-শাবাবের সাতজন বিদ্রোহীকে হত্যা করেছে এবং মারণাস্ত্র উদ্ধার করেছে। লড়াইয়ে আমরা আমাদের দুজন সেনাকে হারিয়েছি।” ইসাক আরো যোগ করেন, বিশেষ এই অভিযান সফল হয়েছে এবং আল-শাবাবের আরো গোপন আস্তানায় এই অভিযান বিস্তৃত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন