News71.com
 International
 14 May 16, 11:04 AM
 665           
 0
 14 May 16, 11:04 AM

রিয়াল মাদ্রিদের ১৬ ভক্তকে গুলি করে হত্যা করেছে জঙ্গি সংগঠন আইএস।।

রিয়াল মাদ্রিদের ১৬ ভক্তকে গুলি করে হত্যা করেছে জঙ্গি সংগঠন আইএস।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবে আইএসের তিন বন্দুকধারীর গুলিতে ১৬ জন ভক্ত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৬ রিয়াল মাদ্রিদ ভক্ত।

বাগদাদের ৫০ মাইল উত্তরে আল ফুরাত ক্যাফেতে অবস্থিত দেশটির রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবের প্রধান কার্যালয়ে গতকাল মধ্যরাতে আইএসের ৩ জঙ্গি একে-৪৭ নিয়ে নির্বিচারে গুলিবর্ষন করলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রিয়াল মাদ্রিদের ভক্ত, ক্যাফে কর্মী ও ক্রেতাও রয়েছেন।

হামলার পরে আইএস এর দায় স্বীকার করেছে। তাদের মতে খেলাধুলা হারাম। তাই এ হামলা চালানো হয়েছে। এদিকে, হামলায় নিহতদের সমবেদনা জানাতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা আজ তাদের নিজ হাতে কালো ব্যাজ ধারণ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন