News71.com
 International
 14 May 16, 11:02 AM
 678           
 0
 14 May 16, 11:02 AM

মালেয়িশয়ায় অপহৃত ৯ বাংলাদেশীকে উদ্ধার করেছে পুলিশ।।

মালেয়িশয়ায় অপহৃত ৯ বাংলাদেশীকে উদ্ধার করেছে পুলিশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় অপহৃত ৯ বাংলাদেশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার কুয়ালালামপুরের নিকটে চেরাসের তামান পুতেরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে সিঙ্গাপুরের সংবাদমা্ধ্যমের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মেগাত মোহাম্মদ আমিনউদ্দিন বলেছেন, এক বাংলাদেশীকে অপহরণের অভিযোগে তার স্বজনরা মামলা করেছিলেন। এর পরই তামান পুতেরিতে অভিযান চালিয়েছিলেন পুলিশ সেখান থেকে ৯ বাংলাদেশীকে উদ্ধার করে। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বাংলাদেশীদের আটক রাখার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এদের সবার বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে। জিম্মিদের দেখভালের জন্য তাদের ১ হাজার ৫০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুই কিশোরী রয়েছে, যাদের মধ্যে একজন ওই সন্দেহভাজন অপহরণকারীর মেয়ে। তবে পুলিশ ওই প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ বলছে, সন্দেহভাজন ওই অপহরণকারী নিজেকে চাকরিদাতার এজেন্ট হিসেবে পরিচয় দিত। চাকরির প্রলোভন দেখিয়ে তিনি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেন। মালয়েশিয়ায় আসার পর তাদের একটি বাড়িতে আটকে রেখে জিম্মিদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন