আন্তর্জাতিক ডেস্কঃ মুহতেরেম আরাস জার্মানির ইতিহাসে প্রথম কোনো মুসলিম ১টি প্রদেশের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হয়েছেন। তার নাম তিনি গ্রিন পার্টির সদস্য। গত বুধবার জনপ্রিয় অভিবাসন-বিরোধী এএফডি দলকে হটিয়ে বাডেন উটেমবার্গ প্রদেশে তিনি পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন ।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আরাস বলেন আমরা আজ ইতিহাস লিখেছি। এই বিজয় উন্মুক্ততা, সহনশীলতা ও ঐক্যেরই ইঙ্গিত দেয়।আরাস এই বিজয়ের পর বলেন তুরস্কে জন্মগ্রহণকারী আরাস ছোটবেলায় তার বাবা-মার সঙ্গে জার্মানিতে এসে স্টুটগার্ট শহরের কাছাকাছি ১টি এলাকায় বসবাস শুরু করেন। তারপর অর্থনীতি বিষয়ে পড়াশুনা শেষে নিজের ১টি ট্যাক্স পরামর্শক প্রতিষ্ঠান খোলেন ।তার রাজনৈতিক জীবন শুরু ১৯৯২ সালে। স্থানীয় কাউন্সিলে গ্রিন পার্টির পক্ষ থেকে দাঁড়িয়ে নির্বাচিত হোন ।
ক্রমেই দলকে তিনি জনপ্রিয় করে তোলেন এবং বাডেন উটেমবার্গ প্রদেশ পার্লামেন্ট প্রতিনিধিত্ব করার পর্যায়ে নিয়ে যান। এবার তিনি ৯৬ জন স্থানীয় এমপির ভোটে প্রথম মুসলিম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হলেন।জার্মানির অভিবাসন বিরোধী দলের সদস্যরা আরাসের প্রথম অধিবেশনে তাকে স্বাগত জানানোর সভায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ।তাছাড়া বৃহস্পতিবার প্রকাশিত ১টি জরিপে দেখা গেছে, জার্মানরা প্রায় দুই-তৃতীয়াংশ মনে করেন যে, ইসলাম তাদের দেশে অবাঞ্ছিত।