News71.com
 International
 13 May 16, 07:56 PM
 641           
 0
 13 May 16, 07:56 PM

সিরিয়ায় বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের ১৬ জন জ্যেষ্ঠ সদস্য নিহত

সিরিয়ায় বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের ১৬ জন জ্যেষ্ঠ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের ওপর বিমান হামলায় এর ১৬ জন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে। নিহতের মধ্যে ১জন বিদেশি কমান্ডার রয়েছে বলে জানা গেছে। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে নুসরা ফ্রন্টের । যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে পরিত্যক্ত আবু আল-দুহোর বিমান ঘাঁটিতে গোপন বৈঠক চলাকালে বিমান হামলা চালানো হয়। তবে হামলাটি রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র চালিয়েছে তা পরিষ্কার নয় বলে অবজারভেটরির পরিচালক রামি আবদুল রহমান জানিয়েছেন। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়েই সিরিয়ায় গোষ্ঠীটির বিরুদ্ধে বিমান হামলা বাড়িয়েছে ।

আবদুল রহমান জানিয়েছেন তুরস্ক সীমান্তের কাছে ইদলিব প্রদেশের বেশিরভাগ জায়গা নুসরা ফ্রন্ট ও আহরার আল শামস বিদ্রোহীদের দখলে। বাশার আল আসাদের অনুগত বাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ নিতে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন