News71.com
 International
 13 May 16, 12:20 PM
 703           
 0
 13 May 16, 12:20 PM

সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ।। এলিজাবেথ ট্রুডিউ

সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ।। এলিজাবেথ ট্রুডিউ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি উগ্রপন্থি হামলার শিকার হয়েছে। ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধের প্রচেষ্টা থেকেই সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলা চালিয়ে যাচ্ছে। সরকার এটা নিয়ে কাজ করছে এবং সরকারের এই প্রচেষ্টাতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রণালয়টির প্রেস অফিসের ডিরেক্টর এলিজাবেথ ট্রুডিউ।

এলিজাবেথ বলেন, গতকাল বুধবার ডিউপন্ট সার্কেলে বাংলাদেশে উগ্রবাদি সহিংসতা বৃদ্ধি পাওয়ায় একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমি জানি গত সপ্তাহে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে ছিলেন।

সাংবাদিকরা প্রশ্ন তোলেন, আপনার কি মনে হয় বাংলাদেশের সরকার দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে? এই প্রশ্নের উত্তরে ট্রুডিউ বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিচালিত উগ্রপন্থি হামলা নিয়ে উদ্বিগ্ন। তারপরও আমরা আত্মবিশ্বাসী যে এসব হামলা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিনিধিত্ব করে না এবং তারা এটা প্রত্যাখ্যান করেছে। এসব হামলা পরিচালনা করছে ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী যারা স্বাধীন মতের কণ্ঠরোধ করতে চায়, যারা তাদের সঙ্গে ভিন্নমত পোষণ করে তাদের ওপর সহিংস হামলা চালায়। আমরা বিশ্বাস করি সরকার এই বিষয়টিকে লক্ষ্য রেখে কাজ করছে। আমাদের মনোযোগ তাদের সমর্থন করার ওপর যাতে তাদের প্রচেষ্টা কার্যকর হয় এবং একইসঙ্গে মানবাধিকারও সমুন্নত থাকে।

তিনি বলেন, বহুত্ববাদি একটি সমাজ হিসেবে বাংলাদেশের ঐতিহাসিক ও গর্বিত ঐতিহ্য রয়েছে যে সমাজ বৈচিত্র্যকে মূল্যায়ন করে ও মতামতের স্বাধীন বিনিময়কে স্বাগত জানায়। এই সব মূল্যবোধের ওপরই উগ্রপন্থিরা হামলা চালাচ্ছে।

এরপর প্রশ্ন উঠে, আল-কায়েদা বা আইএসের মতো উগ্রপন্থি সংগঠন বাংলাদেশে তাদের অবস্থানকে কতদূর পর্যন্ত শক্তিশালী করতে পেরেছে? আপনার কাছে কি কোনো তালিকা রয়েছে? এই প্রশ্নের জবাবে ট্রুডিউ বলেন, আমার মনে হয় বাংলাদেশ সরকারই সুনির্দিষ্টভাবে আপনার প্রশ্নের বিষয়ে বলে দিয়েছে। আমি আপনাকে এ বিষয়ের পাশাপাশি তাদের নিজস্ব সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা নিয়ে সেখানেই কথা বলতে বলব। বাংলাদেশ সহিংস উগ্রবাদ প্রত্যক্ষ করছে বলে আমরা বাংলাদেশ সরকারের অব্যাহতভাবে পাশে থাকব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন