News71.com
 International
 13 May 16, 12:15 AM
 596           
 0
 13 May 16, 12:15 AM

পালমিরার উপকণ্ঠে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে.....

পালমিরার উপকণ্ঠে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে.....

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সদ্যমুক্ত ঐতিহাসিক নগরী পালমিরার উপকণ্ঠে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সিরিয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ এ খবর প্রকাশিত করেছে।

খবরে বলা হয়েছে, পালমিরার উত্তরপশ্চিমের শায়ের গ্যাসক্ষেত্রের চারপাশের দায়েশের বিরুদ্ধে সিরিয় বিমান বাহিনী অভিযান চালিয়েছে। গত সপ্তাহে এ গ্যাসক্ষেত্র দখল করে নেয় সন্ত্রাসীগোষ্ঠী।

এদিকে কথিত সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বা এসওএইচআর দাবি করেছে, গতকাল হোমস থেকে পালমিরাগামী প্রধান সড়ককে বিচ্ছিন্ন করে দিয়েছে দায়েশ। কিন্তু সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর নাকচ করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন