News71.com
 International
 12 May 16, 11:14 PM
 558           
 0
 12 May 16, 11:14 PM

সংসদীয় বিচারের মুখোমুখি ব্রাজিলের প্রেসিডেন্ট।।

সংসদীয় বিচারের মুখোমুখি ব্রাজিলের প্রেসিডেন্ট।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের সেনেট প্রেসিডেন্ট জিলমা রুসেফকে সংসদীয় বিচারের মুখোমুখি করার পক্ষে ভোট দিয়েছে ব্রাজিলের সিনেট।সেনেটের ৫৫ জন সদস্য প্রেসিডেন্ট জিলমা রুসেফকে ‘ইমপীচ’ করার প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২২ জন। এই প্রস্তাব পাশ হওয়ায় প্রেসিডেন্ট রুসেফ এখন আর তাঁর পদে থাকতে পারবেন না।

জিলমা রুসেফ ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে ব্রাজিলের বিপুল বাজেট ঘাটতি গোপন করে রাখার অভিযোগ আনা হয়। এই অভিযোগেই এখন তার বিচার হবে। জিলমা রুসেফ অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেন।

জিলমা রুসেফের অপসারণের মধ্য দিয়ে ব্রাজিলে একটি যুগের অবসান ঘটলো বলে মনে করা হচ্ছে। তের বছর আগে ব্রাজিলে বামপন্থীরা ক্ষমতায় আসার পর দেশটিতে বিরাট পরিবর্তনের সূচনা হয়।

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কোটি কোটি মানুষকে দারিদ্র সীমার নিচে থেকে টেনে তোলা সম্ভব হয়। তবে ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে আবারও অর্থনৈতিক মন্দার কবলে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন